
নিজস্ব প্রতিবেদক : শনিবার সকাল ৮টার দিকে শুরু হওয়া অভিযান চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ অভিযানে প্রায় ১৫০ জনকে আটক করেছে র্যাব। অভিযান শেষে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান বলেন, যাচাই-বাছাই করার পর যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে তাদের আটক রেখে বাকিদের ছেড়ে দেওয়া হবে। সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে জেনেভা ক্যাম্পে অভিযান চালাল র্যাব।
অভিযান শেষে মুফতি মাহমুদ খান বলেন, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা আজকের নয়, অনেক পুরানো। অনেকের ধারণা ছিল ঘনবসতির কারণে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা কঠিন। আমরা সে বিষয়টি বিচেচনায় নিয়ে একাধিক টিম নিয়ে অভিযান চালিয়েছে।
অভিযান সফল দাবি করে র্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, জেনেভো ক্যাম্পে যারা মাদক ব্যবসা করেন তারা মাদক ব্যবসা ছেড়ে দেন। আমরা আর কোনো মতেই জেনেভে ক্যাম্পে মাদক ব্যবসা হতে দেব না। যে বা যারাই জড়িত থাকুক না কেন আমার এখানে অভিযান চালাতে থাকব।