
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর এলাকার বসিলা রোডে এ দুর্ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলমের সহকর্মী আমির হোসেন বলেন, ‘সকালে সাড়ে ৬টার দিকে বসিলা রোড হয়ে হেঁটে আমরা কাজে যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে একটি বাস জাহাঙ্গীরকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যালে নিয়ে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক জানান সে মারা গেছে।’
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জাহাঙ্গীর আলমের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।