মোহাম্মদপুরে হিজবুত তাহরীরের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মো. মাহবুবুল হাসান রবিনকে (২৫) আটক করেছে র‌্যাব-২।

শনিবার দুপুরে র‌্যাব-২ এর সিনিয়ার এএসপি রবিউল ইসলাম জানান, শুক্রবার দুপুরে মোহাম্মদপুর থানার ইকবাল রোডে বায়তুস সালাম জামে মসজিদের সামনে থেকে সদস্য সংগ্রহ ও রাষ্ট্রবিরোধী লেখা সংবলিত লিফলেট বিতরণকালে তাকে আটক করা হয়।

মাহবুবুল লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ছোট ভল্লবপুর গ্রামের মো. নুরুল আমীনের ছেলে।

রবিউল ইসলাম জানান, মাহবুবুল ২০০৯ সালে নটরডেম কলেজে পড়ার সময় সিনিয়ার ব্যাচের ছাত্র জাকারিয়ার মাধ্যমে ধর্মীয় উগ্রপন্থার সঙ্গে পরিচিত হন। এক পর্যায়ে মাহমুদুল নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের প্রাথমিক সদস্য হন। ২০১১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে সংগঠনের সকল কার্যক্রমে নিজেকে জড়িয়ে নেন। সংগঠনের নির্দেশনা অনুযায়ী নতুন সদস্য সংগ্রহ, অন্যান্য সদস্যদের সঙ্গে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন কাজে অংশগ্রহণ করতেন তিনি।