
ঢাকা, ১১ মার্চ, ২০১৭ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মিজারুল কায়েসের মৃত্যুতে দেশ একজন দক্ষ কূটনীতিককে হারাল।’
রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মিজারুল কায়েস শ্বাসকষ্টজনিত সমস্যায় ব্রাসিলিয়ার একটি হাসপাতালে স্থানীয় সময় রাত ৯টা (শুক্রবার) এবং বাংলাদেশ সময় সকাল ৬টায় (শনিবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা রেখে গেছেন।|
তথ্যসূত্র : বাসস