
সংসদ প্রতিবেদক : টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান শপথ নিয়েই সংসদে স্বাগত বক্তব্য রাখলেন।
মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এবং ফখরুল ইমাম।
শপথ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদের চলমান চতুর্দশ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য হিসেবে অধিবেশনে যোগদান করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবাগত সংসদ সদস্যকে অধিবেশনের পরিচয় করিয়ে দেন এবং স্বাগত জানান। এরপর হাসান ইমাম খান বক্তব্য রাখেন। অভিষেক বক্তব্যে তিনি সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি নির্বাচনী এলাকার জনগণকেও ধন্যবাদ জানান তিনি।
টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের সদস্য লতিফ সিদ্দিকীর ছেড়ে যাওয়া এ আসনে নৌকা মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি। দশম সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লতিফ সিদ্দিকী। কিন্তু হজ নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনায় মন্ত্রিত্ব ও দলীয় পদ হারান লতিফ সিদ্দিকী। তিনি ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর ২০১৫ সালের ২৮ অক্টোবর ভোটের দিন রেখে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ করলেও লতিফের ভাই কাদের সিদ্দিকীর রিট আবেদনে ভোট আটকে যায়। গত ৩০ জানুয়ারি এই উপ-নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হয়।