মৌলভীবাজারে এক প্রবাসীর স্ত্রী খুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাবলী বেগম (২৪) নামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন। বাবলী উপজেলার মনসুর নগর ইউনিয়নের লামুয়া গ্রামের প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ১০ মাসের বাচ্চার কান্না শুনে বাবলীর কক্ষে যায় তার শাশুড়ি। এ সময় বাবলীকে না দেখে আশপাশে খোঁজার এক পর্যায়ে দেখতে পান বাড়ির উঠানে বাবলীর ক্ষত-বিক্ষত লাশ পড়ে আছে। শাশুড়ির চিৎকারে আশপাশ থেকে স্থানীয় লোকজন আসলে তারা দেখতে পান বাবলীর মাথায় দায়ের কোপ, পায়ে আঘাতের চিহ্ন এবং কানের নিচে একাধিক আঘাত রয়েছে। খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাধের জন্য বাবলীর শাশুড়ি জাহানারা বেগম ও তার জা-কে আটক করে থানায় নিয়ে যায়। বাবলীর ৫ বছরের ও ১০ মাসের দুটি ছেলে সন্তান রয়েছে।ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।