
মৌলভীবাজার প্রতিনিধি : জেলার রাজনগর উপজেলায় শফিক মিয়া নামে এক ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির ছুরিকাঘাতে দুই নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন নারী। হতাহতরা শফিক মিয়ার স্বজন।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার ঘরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন শফিকের ছোট ভাইয়ের স্ত্রী নজরুন বেগম ও তার ভাতিজি সায়রা বেগম।
আহতরা হলেন শফিক মিয়ার কিশোরী মেয়ে সুমি বেগম, আরেক ভাতিজি তানিয়া বেগম ও বড় ভাইয়ের স্ত্রী নেছারুন বেগম। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘরগাঁও এলাকায় বাংলাদেশ আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শফিক মিয়া ধারালো ছুরি নিয়ে নিজ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় শফিক মিয়ার হামলায় পাঁচ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুন ও সায়রাকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত সুমি, তানিয়া ও নেছারুনকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ শফিক মিয়াকে আটক করেছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক খবরের সত্যতা নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে জানান, মানসিক ভারসাম্যহীন থাকায় বাংলাদেশ আনসার বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তাকে চাকুরিচ্যুত করা হয়েছিল।