
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় সফল অভিযান শেষে পৌর শহরের বড়হাট আস্তানায় অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াতের সদস্যরা।
শুক্রবার সকালে পুরো এলাকা ঘিরে ফেলেন সোয়াত সদস্যরা । তাদের সঙ্গে র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।
এদিকে সকাল ৭টার দিকে ওই জঙ্গি আস্তানার আশপাশ থেকে গুলির শব্দ শোনা গেছে। তবে আস্তানা থেকে জঙ্গি গুলি ছুড়েছে নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি ছুড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘিরে রাখা এ জঙ্গি আস্তানাস্থল বৃহস্পতিবার রাতে পরিদর্শন করে অভিযানের ছক তৈরি করেন সোয়াত টিমের কর্মকর্তারা। সোয়াত সদস্যদের অভিযানের খবর পেয়ে স্থানীয় অনেকে বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছেন।
প্রসঙ্গত, নাসিরপুরে সোয়াত সদস্যদের অভিযানের পর সেখানে ৭-৮টি ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।