
বিশেষ প্রতিবেদকঃ মৌলভীবাজারের সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২২ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার কাজির বাজার, সরকার বাজার, আফরোজগঞ্জ বাজার, শেরপুর বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পেঁয়াজ, রসুন, আদা, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কর্তৃক জেলা গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অতিরিক্ত দামে বিক্রয় করার দায়ে শেরপুর বাজারে অবস্থিত মেসার্স আব্দুল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা, আফরোজগঞ্জ বাজারে অবস্থিত মিলি স্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
সহকারি পরিচালক মো. আল-আমিন বলেন, এই সংকটময় সময়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়িয়ে দীর্ঘমেয়াদী কৃত্রিম সমস্যা সৃষ্টি না করতে পারেন তার জন্য এই অভিযান। এটি জেলার বিভিন্ন উপজেলাব্যাপী চলমান থাকবে।