মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে আজিজুর রহমান বিজয়ী

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আজিজুর রহমান (চশমা) বিজয়ী হয়েছেন।

৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এম শাহীন (আনারস) পেয়েছেন ২৮৯ ভোট।