ম্যাকেঞ্জির ২৭০ কোটি ডলার অনুদান

আন্তর্জাতিক ডেস্কঃ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা বিশ্বের সেরা ধনী জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ৪ শতাংশ শেয়ারের মালিকানা পান ম্যাকেঞ্জি স্কট। এতো সম্পদ তিনি নিজের রাখতে চাননি। বিপুল ঐশ্বর্য তিনি বিলিয়ে দিতেই উদ্যমী হয়েছেন। বর্তমান বিশ্বে যে কয়জন ব্যক্তি বড় বড় অনুদান দিচ্ছেন তাদের মধ্যে ম্যাকেঞ্জি অন্যতম।

জানা যায়, ম্যাকেঞ্জি বিভিন্ন দাতব্য সংস্থায় আরও ২৭০ কোটি ডলার দান করেছেন। এরফলে ২০২০ সালের জুলাই থেকে তিনি যে বড় অংকের অনুদান দেওয়ার পদক্ষেপ শুরু করেছিলেন তা ৮৫০ কোটি ডলারে উন্নীত হলো। অনুদান পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে অ্যালভিন এইলি আমেরিকান ড্যান্স থিয়েটার থেকে শুরু করে বর্ণ বৈষম্য নিরসনে কাজ করা বেশ কিছু তহবিল আছে। দান পেয়েছে সাংবাদিকতার উন্নয়নে জড়িত সংস্থাও।

গত বছর করোনা মহামারির সময় তিনি বিনামূল্যে খাদ্য প্রদানকারী সংস্থা ও জরুরি ত্রাণ তহবিলে ৪০০ কোটি ডলারের বেশি অর্থ দান করেছেন। এর এক মাস আগে বর্ণ সমতা, এলজিবিটিকিউ অধিকার ও জলবায়ু পরিবর্তনরোধে ১৭০ কোটি ডলার দান করেন।

গত মার্চে সিয়াটলের বিজ্ঞান শিক্ষক ড্যান জেওয়েটকে বিয়ে করেন ম্যাকেঞ্জি। জেফ বেজোসের সঙ্গে তালাকের অংশ হিসেবে তিনি আমাজনের ৪ শতাংশ মালিকানা পান। এরপর তিনি ঘোষণা করেন, সম্পদের অধিকাংশই তিনি দান করে দেবেন। ম্যাকেঞ্জির বর্তমান সম্পদ ৬ হাজার কোটি ডলার। বর্তমানে বিশ্বের বিশতম ধনী ব্যক্তি তিনি।

মিডিয়াম নামক ওয়েবসাইটের ব্লগ পোস্টে ম্যাকেঞ্জি লিখেছেন, এসব অনুদানে নিজেকে ও ড্যানকে আলোচনার কেন্দ্রবিন্দুতে না রেখে কীভাবে অনুদান পাওয়া সংস্থাগুলোকে আলোচনায় আনা যায় তা নিয়ে তাকে বেশ ভাবতে হয়েছে।

ম্যাকেঞ্জি বলেন, ‘আমি, ড্যান এবং গবেষক, প্রশাসক ও উপদেষ্টারা মিলে অর্থ অনুদানের উদ্যোগ নিয়েছিল যা পরিবর্তন আনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এই প্রচেষ্টার অংশ হিসেবে, আমরা একটি নম্র বিশ্বাস দ্বারা পরিচালিত হয়েছি যে বিপুল পরিমাণ সম্পদ যদি অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত না থাকে তাহলে ভালো হয়।’

যেসব প্রতিষ্ঠানে তিনি অনুদান দিয়েছেন তার মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান যেমন ক্যালিফোর্নিয়ার স্কুল, টেক্সাস স্টেট ইউনিভার্সিটি ও কমিউনিটি কলেজ, রয়েছে আর্ট সেন্টার যেমন অ্যাপোলো থিয়েটার। এছাড়া বর্ণ ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠার জন্য কাজ করা বিভিন্ন সংগঠন।