
আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের নতুন রাজনৈতিক দল দেশটির পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেতে যাচ্ছে। রোববারের প্রথম দফার নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ম্যাক্রনের দল লা রিপাবলিকা এন মার্চ ও এর মিত্র মোডেম পেয়েছে ৩১ দশমিক ৯ শতাংশ ভোট।
মাত্র এক বছর আগে গঠন হওয়া লা রিপাবলিকা এন মার্চের এই বিজয় নিঃসন্দেহে বড় ও পুরাতন রাজনৈতিক দলগুলোর জন্য বড় আঘাত। ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, রক্ষণশীল দ্য রিপাবলিকানস ও এর মিত্র মধ্য ডানপন্থি ইউনিয়ন অব ডেমোক্রেটস অ্যান্ড ইন্ডিপেনডেন্টস পেয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ ভোট, দ্য ন্যাশনাল ফ্রন্ট পেয়েছে ১৩ দশমিক ৮ শতাংশ এবং সোশ্যালিস্ট পার্টি পেয়েছে ৭ দশমিক ৪৫ শতাংশ ভোট।
আগামী রোববার দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পূর্ব জরিপে দেখা গেছে, লা রিপাবলিকা এন মার্চ ও এর মিত্র মোডেম পার্লামেন্টের ৫৭৭ আসনের মধ্যে ৪৪৫টিতেই জয় পেতে যাচ্ছে।
২০১৬ সালের এপ্রিল মাসে ম্যাক্রন যখন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন তখন তার দল গঠন করা হয় । গত মাসে নির্বাচনে তিনি জয়ী হন। ফ্রান্সের পার্লামেন্টে নিয়ন্ত্রণ থাকলে, নির্বাচনের প্রচার অভিযানের সময় তিনি যে সব গুরুত্বপূর্ণ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পাশ করাতে পারবেন ম্যাক্রন।