ক্রীড়া ডেস্ক: তিলকারত্নে দিলশানের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে চেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু অসি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের তান্ডবে সেই স্বপ্ন ভেঙে যায়। প্রথম টি-টোয়েন্টিতে ৬৫ বলে ১৪৫ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার প্রথম ওপেনার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েন সেদিনই।
শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে একই ব্যাটিংয়ের পুনরাবৃত্তি। লঙ্কানদের দেওয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ম্যাক্সওয়েল উড়ন্ত সূচনা এনে দেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড স্পর্শ করেন।
প্রসন্নর বলে সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৬৬ রান করেন ম্যাক্সওয়েল। ৭টি চার ও ৪টি ছক্কায় কলম্বো মাতিয়ে রাখেন বিধ্বংসী এ ব্যাটসম্যান। হাফসেঞ্চুরির দেখা পান মাত্র ১৮ বলে। হাফসেঞ্চুরি পেতে ৫টি চার ও ৪টি ছক্কা হাকান তিনি।
ম্যাক্সওয়েলের আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ বলে হাফসেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন ওয়ার্নার। ছয় বছর রেকর্ডটি নিজের দখলে রেকর্ডটি রেখেছিলেন ওয়ার্নার। ম্যাক্সওয়েল লঙ্কা জয়ে রেকর্ড ভাগাভাগি করতে হল ওয়ার্নারকে।