ডেক্সঃ এবার ম্যাগাজিনের কভারে উষ্ণতা ছড়ালেন জনপ্রিয় অভিনেত্রী । ম্যাগাজিনের জন্য আবেদনময়ী সাজে একটি বিশেষ ফটোশুট করেছেন ‘অহল্যা তারকা’। তবে এই ম্যাগাজিনটি মূলত পুরুষদের একটি লাইফস্টাইল ম্যাগাজিন।
ছবিতে রাধিকাকে একেবারেই অন্য রূপে দেখা গেছে। স্বল্প পোশাকে তিনি এখানে অনেকটাই ব্যতিক্রম । ম্যাগাজিনের মে সংখ্যায় রাধিকাকে এই লুকে দেখা যাবে।
সম্প্রতি রাধিকার একটি শর্টফিল্ম মুক্তি পেয়েছে। সামনেই আসছে তার ছবি ‘ফোবিয়া’। ছবিটি এক অ্যাগ্রোফোবিয়ায় আক্রান্ত মেয়ের গল্প। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে। এছাড়াও রজনীকান্তের বিপরীতে ‘কাবালি’ ছবিতে অভিনয় করেছেন রাধিকা। দুটি ছবিই মুক্তি পাবে আগামী ২৭ মে।