ক্রীড়া ডেস্ক: টেস্ট ক্রিকেট র্যাঙ্কিংয়ে চার নম্বর দল ইংল্যান্ড। সাদা জার্সিতে অভিজ্ঞতায় তাদের সঙ্গে বাংলাদেশের তুলনা আকাশ-পাতাল।
অথচ ক্রিকেটে পরাশক্তি ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে কি দাপটই না দেখাল বাংলাদেশি ক্রিকেটাররা। দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে পঞ্চম দিনের নাটকীয়তা শেষে আজ হেরে গেছে টাইগাররা।
চট্টগ্রাম টেস্টে জয়ের পর বাংলাদেশি ক্রিকেটারদের কৃতিত্ব দিতে ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা সত্যিই বেশ দারুণ একটি ম্যাচ ছিল। আমাদেরকে পঞ্চম দিন পর্যন্ত মাঠে লড়াই করতে হয়েছে। এটা বেশ কঠিন একটি ম্যাচ ছিল। দুই দলই কৃতিত্বের দাবিদার।’
চট্টগ্রামে বিরূপ কন্ডিশনের বিপক্ষে ব্যাট-বলে দারুণ পারফর্মের জন্য সতীর্থদের প্রশংসা করে কুক বলেন, ‘দলের খেলোয়াড়দের আক্রমণ ও খেলার বৈশিষ্ট্য দেখে আমি মুগ্ধ হয়েছি। আমরা নতুন বলের অপশন পেয়েছিলাম, যা স্পিনাররা ব্যবহার করতে পারত। এটা অসাধারণ একটি ম্যাচ ছিল এর জন্য আমাদের সমর্থকদের ধন্যবাদ দিতে চাই।’
চট্টগ্রাম টেস্টের ম্যান অব দ্য ম্যাচ বেন স্টোকসকে নিয়ে কুক বলেন, ‘বলের সঙ্গে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে স্টোকস দলে সমতা এনেছেন। সে অসাধারণ মানের একজন ক্রিকেটার। স্পিনাররাও বেশ ভালো খেলেছে। আমার মনে হয় আমরা সঠিক খেলাটাই খেলেছি। টেস্ট ক্রিকেটে আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়। এ জন্যই আমি বলি টেস্ট ক্রিকেট কী অসাধারণ।’