ম্যানসিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক :
ক্যাপিটাল ওয়ান কাপ তথা লিগ কাপের চতুর্থ রাউন্ডে বুধবার রাতে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ডার্বিতে ম্যানসিটিকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানইউ।

বুধবার ম্যানইউর জয়সূচক একমাত্র গোলটি করেন হুয়ান মাতা। ম্যাচের ৫৪ মিনিটে গোলটি করেন তিনি।

এ সময় মাঝমাঠ থেকে উড়ে আসা বল পেয়ে যান জøাতান ইব্রাহিমোভিচ। বল নিয়ে তিনি ঢুকে পড়েন ম্যানসিটির ডি বক্সের মধ্যে। আলতো করে বাড়িয়ে দেন হুয়ান মাতার দিকে। তার নেওয়া বাম পায়ের নিচু শট জালে আশ্রয় নেয়। আর উল্লাসে ফেটে পড়ে রেড ডেভিলস শিবির। তার এই গোলটি অবশ্য বাকি সময়ে আর শোধ দিতে পারেনি সিটি।

পারবে কি করে? বুধবার যে সেরা একাদশ নিয়ে মাঠে নামেনি সিটি। দলে ছিল নয়টি পরিবর্তন! সার্জিও আগুয়েরোকে সাইড বেঞ্চে বসিয়ে রাখেন পেপ গার্দিওলা। তারপরও দলে ছিলেন নিলিতো, ফার্নান্দো, জেসাস নাভাসরা। কিন্তু একটি গোল শোধ দিতে পারেননি তারা। ফলে লিগ কাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয় ম্যানসিটিকে। আর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ম্যানইউ।

ম্যানইউ ছাড়াও কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ওয়েস্টহ্যাম, লিভারপুল, লিডস ইউনাইটেড, হালসিটি, নিউক্যাসেল, আর্সেনাল ও সাউদাম্পটন।

কোয়ার্টার ফাইনালে ম্যানইউ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। লিভারপুল লড়বে লিডস ইউনাইটেডের বিপক্ষে। হালসিটির প্রতিপক্ষ নিউক্যাসেল ইউনাইটেড। আর্সেনাল খেলবে সাউদাম্পটনের বিপক্ষে।

নভেম্বর মাসের ২৯ ও ৩০ তারিখ অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালে চারটি ম্যাচ।