
জলপরী, নাকি শিল্পী। আলিয়া ভাটের বোল্ড লুকে আত্মহারা তার অনুরাগীরা। জলের তলায় ভেসে বেড়াচ্ছেন অভিনেত্রী। পড়নে আকাশী আর কমলা রঙের বিকিনি।
শনিবারই নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন আলিয়া। সেখানে দেখা যাচ্ছে, ঠিক মৎস্যকন্যার মত সাঁতার কাটছেন তিনি। পানির নীচে যেন তার অগাধ বিচরণ। নতুন রূপে আলিয়াকে দেখে ভক্তদের মাঝে দেখা গেছে বাড়তি আকর্ষণ। এই ছবি দেখার পর ভক্তদের কেউ তাকে ডাকছে ‘জলপরী’। কেউ আবার ‘ওয়াটার বেবি’ আখ্যা দিয়েছেন তাকে।
কিন্তু রহস্য ছিল ছবির ক্যাপশনে। ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘ইট ওয়াজ দ্য বেস্ট ডে’ (এটি ছিল সেরা দিন)।
করোনায় আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই কোয়ারান্টিনে আছেন রণবীর কাপুর। তাকে ভীষণ মিস করছেন বলে, কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী।
অনেকেই মনে করছেন, আলিয়ার জীবনের সেরা দিনটিতে রণবীরও ছিলেন তার সঙ্গে।