“মৎস্য শিকারে নেই কোন তদারকি”

মো: আব্দুল হান্নান, বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার যমুনা নদীতে মাছের প্রজনন মৌসুমেও অবাধে ব্যবহার হচ্ছে “চায়না দুয়ারী” নিষিদ্ধ জাল। বর্ষায় পানি বাড়ার সাথে সাথেই চলছে এই জালের ব্যবহার। উল্লেখিত জালের ব্যবহারে দেশীয় প্রজাতীর মাছ ও জলজ জীবের অস্তিত্ব মারাত্বকভাবে হুমকীর মুখে পড়েছে। এখনই কঠোর পদক্ষেপ না নিলে দেশীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণী হয়ত বিলুপ্ত হয়ে যাবে।

চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে এই প্রজনন মৌসুমে ডিমওয়ালা শিং, পুঁটি, ট্যাংরা, কই, বোয়াল, শোল, কৈ ইত্যাদি নিধন হচ্ছে। এর ফলে দেশীয় মাছ শূন্য হয়ে পড়ছে উপজেলার নদী-নালা ও খাল-বিলে। সকাল থেকে রাত পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এই নিষিদ্ধ জাল পাতার উৎসব চলছে বলে জানিয়েছে স্থানীয়রা। সরেজমিনে গিয়ে সেটাই দেখা যায়। নিম্নলিখিত জায়গায় এই জাল (চায়না-দুয়ারী) পাতা লক্ষ করা যায় : নগরবাড়ী, ইসলামপুর, কাজিরহাট, বসন্তপুর, পূর্বশ্রীকন্ঠদিয়া, চরসাফুল্ল্যা, আগবাগসোয়া, বাটিয়াখড়া, মরিচাপাড়া, আউয়াল বাঁধ, জয়নগর, নাকালিয়া, পেঁচাকোলা, মোহনগঞ্জ, চর-নাগদা সহ যমুনা নদীর বিভিন্ন জায়গায়। অতি সহজে চায়না-দুয়ারী জাল দ্বারা মাছ ধরা যায় বলে এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

এ বিষয়ে নতুন ভারেঙ্গার কামাল হোসেন জানান যে, এই জালের ফাঁদে পড়ে দেশীয় প্রজাতীর মাছ ধ্বংস হতে চলেছে। সেই সাথে নির্বংশ হচ্ছে কুচিয়া, শামুক, জোঁক, পোনামাছ, কাঁকড়া, কচ্ছপ ও বিভিন্ন প্রজাতীর জলজ প্রাণী। এখন নদী ও বিলে চলছে দেশীয় মাছ ধ্বংসের মহোৎসব। মৎস্যজীবী রামাপদ হালদার জানান যে, “চায়না-দুয়ারী” ব্যবহার বন্ধ না হলে দেশে ভবিষ্যতে আর দেশীয় মাছ পাওয়া যাবে না।

নতুন ভাঙ্গো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এ. কে. এম. আবুল কালাম বলেন যে, “চায়না-দুয়ারী” জালের ব্যবহার পুরোপুরি বন্ধ না করা হলে ভবিষ্যতে পুষ্টির মারাত্বক ঘাটতি দেখা দেবে ও জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে। সুশীল সমাজেরও এ ব্যাপার দায়িত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা, মো: নাসির উদ্দিন বলেন যে, খুব শিঘ্রই আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন যে, এ ব্যাপারে সমাজের সকল সচেতন নাগরিকের এগিয়ে আসা উচিত।