
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালামে কমলপ্রভা নামের বাড়িতে থাকা জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে মারা যাওয়া আব্দুল্লাহসহ সাতজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, দুপুরে ঢামেক মর্গে ওই সাতজনের ময়নাতদন্ত করা হয়। আইইডি ও রাসায়নকি দ্রব্যের সংমিশ্রণে হওয়া বিস্ফোরণে আগুন ধরে যাওয়ায় তাদের প্রত্যেকেই পুড়ে গেছেন।
তিনি বলেন, ‘সাতটি মরদেহই পুড়ে কয়লা হয়ে গেছে। বিস্ফোরণে আগুন ধরে যায়, তাতেই সবাই পুড়ে মারা গেছেন। মরদেহের সঙ্গে বোমার স্প্লিন্টার, লোহার টুকরা ও টর্চলাইটের ভাঙা অংশ পাওয়া গেছে। তাদের ডিএনএ পরীক্ষার জন্য শরীর থেকে হাড় সংগ্রহ করা হয়েছে।’
ময়নাতদন্তকালে সোহেল মাহমুদের সঙ্গে ছিলেন ফরেনসিক বিভাগের প্রভাষক কবির সোহেল ও প্রদীপ বিশ্বাস।