ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষক কতৃক শিক্ষার্থীকে অপহরন

মাহবুব রহমান ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষক কতৃক আফিয়া ইবনাত তানি(১৩) নামে ৮ শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরনের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গফরগাঁও সরকারি কলেজের সামনে ঘটনাটি ঘটে। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও সরকারি কলেজের সামনে বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করে আসছিলে উপজেলার নিধিয়ার চর গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান। তার মেয়ে পৌর
এলাকার রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়য়া আফিয়া ইবনাত তানি কারেন্ট চলে যাওয়ার প্রচন্ড গরমের কারনে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাসার সামনের সড়কে বের হন।এ সময় বাসা সংলগ্ন অনুশীলন কোচিং সেন্টারের শিক্ষক শাহ আনোয়ার হোসেন (২৫) তার তিন সহযোগী নিয়ে জোর পূর্বক ওই শিক্ষার্থীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অপহƒতার বাবা আনিছুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার সময় কারেন্ট চলে যাওয়ার পর মেয়ে বাসার বাহিরে আসা মাত্র আল আমিন আমার মেয়েকে জোর করে অপরহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় গত শুক্রবার রাতে অপহƒতার বাবা বাদী হয়ে ৪ জনকে আসামী করে গফরগাঁও থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পরে গফরগাঁও থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই সানোয়ার হোসেন নোমান নামে একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। পরে আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃত নোমানকে জেল হাজতে প্রেরণ করেন।
গফরগাঁও থানার ওসি একে এম মাহবুবুল আলম বলেন, এ ঘটনায় মামলার দায়েরের পর এজাহারভƒক্ত এক আসামীকে গ্রেপ্তারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি অপহƒতাকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।