
ময়মনসিংহ করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজিটিভ ও অপর ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।
জানা যায়, হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি মোট ৮২ জন রোগীর মধ্যে ৬ জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯জন।
এ ছাড়া ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘণ্টায় মোট ২৫০ জন সেবা নিয়েছেন।
এদিকে করোনা প্রতিরোধে ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।