ময়মনসিংহে ছুরি আঘাতে মা নিহত মেয়ে আহত; আটক ২

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের আকুয়া সরদার বাড়ীএলাকায় শবে বরাতের রাতে মাহবুব ও আহাদ নামীয় বখাটেদের নেতৃত্বে একটি উসশৃংখল চক্র উচ্চ সুরে ড্রাম সেট (গান) বাজাচ্ছিল।

এতে পার্শ্ববর্তী নজরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) শবেবরাতের রাতে উচ্চ সুরে ড্রাম সেট বাজানো নিষেধ করে।

এ নিয়ে বাকবিতন্ডা হলে চক্রটি বিক্ষুব্দ হয়ে উঠে। পরদিন শুক্রবার সন্ধ্যায় বখাটে মাহবুব ও আহাদের নেতৃত্বে উল্লেখিতরা আনোয়ারা বেগমের ঘরে উঠে তাকে এলাপাথারী চুরিকাঘাত করে।

মাকে বাচাতে এগিয়ে এলে এ সময় মেয়ে খুশিকেও  ঘাতকরা  চুরিকাঘাত করে কৌশলে পালিয়ে যায়।

তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার আনোয়ারা বেগমকে মৃত ঘোষনা করে।

নিহত আনোয়ারার স্বামী নজরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেছে। যার নং ৭৩।

পরদিন শনিবার নিহতের ময়না তদন্তশেষে দাফন কাফনশেষে নিহতের স্বামী বাদী হয়ে এ মামলা করেন। এ হত্যাকান্ডে সাব্বির হোসেন ও শফিকুল ইসলাম দুইজন গ্রেফতার করা হয়েছে।

বখাটেদের চুরিকাঘাতে মা আনোয়ারা বেগম নিহত ও মেয়ে খুশী আহতের ঘটনায় মূলহোতা মাহবুব ও আহাদসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ও রবিবার রাতে  কোতোয়ালী পুলিশ  তাদেরকেগ্রেফতার করে। এর আগে শনিবার রাতে সাব্বির হোসেন (১৭) ও শফিকুল ইসলাম (৩০) নামে গ্রেফতারকৃত দুইজনকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আদালতে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এছাড়া গতকাল বিকালে আতিক ও সোহাগ নামের আরো দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদেরকে ৭দিনের রিমান্ড চেয়ে গতকাল রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম হত্যাকান্ডের ২দিনের মধ্যে মূলহোতাসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

এ হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।