
জহিরুল ইসলাম,, ময়মনসিংহ: ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ডাকাত, আন্তঃজেলা মাদক ব্যবসায়ী ও ইজিবাইক চোর সহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ পৃথক ৩টি অভিযানে ২টি ইজিবাইক/অটোরিক্সা, অস্ত্র, দেশীয় অস্ত্র সহ ডাকাতদল ও একবহাজার একশত পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রো উদ্ধারসহ ১২ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার-ফোর্সসহ দিঘারকান্দা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে ২টি চোরাই ইজিবাইক/অটোরিক্সা সহ চোর চক্রের চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ রাফি ওরফে রাফিক, মোঃ আলমগীর হোসেন ওরফে শাহীন আলম, সবুজ, বাবুল হোসেন গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের শেষে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

অপর অভিযানে এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার-ফোর্সসহ রাজগঞ্জ (সাহেব কাচারী) এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ অস্ত্র সহ ৫ ডাকাতকে গ্রেফতার করে। তারা হলো, এনামুল, পিপুল, জুয়েল মিয়া, লায়ন মিয়া ও দ্বীন ইসলাম। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পৃথক ২টি মামলা হয়েছে। ডাকাতদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার-ফোর্সসহ কোতোয়ালী থানাধীন বাকৃবি শেষ মোড় থেকে এক হাজার একশত পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বহনের কাজে ব্যবহৃত মাইক্রোসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, কক্সবাজারের মোহাম্মদ আজিজ, সামচুল আলম ও চট্টগ্রামের নাসির উদ্দিন। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।