
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহে কমিশন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার থেকে পত্রিকা হকারদের লাগাতার ধর্মঘট শুরু হয়েছে। ফলে শহরে পত্রিকা সরবরাহ বন্ধ রয়েছে।
ময়মনসিংহ জেলা সংবাদপত্র হকার্স সংগ্রাম পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়।
সংবাদপত্র হকার্স সংগ্রাম পরিষদের জাকির হোসেন ও রাজা মিয়া জানান, পত্রিকা হকারদের কমিশন বৃদ্ধি, হকার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাদের দাবি আদায় না হলে লাগাতার ধর্মঘট চলবে।