
ময়মনসিংহের ভালুকায় বাসায় ঢুকে মাকে মারধর করে মেয়েকে অপহরণের চেষ্টা চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামিরদিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন মঙ্গলবার মিলি আক্তারের মা শাহানাজ বেগম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মারধরের শিকার মা মেয়ে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বাসিন্দা। বেশ কয়েক দিন ধরে জহিরুল ইসলাম বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল ওই কিশোরীকে। এই ভয়ে মা-মেয়ে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন। সোমবার রাত ১০টার দিকে জহিরুল ইসলাম ও তার সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে পরিকল্পিতভাবে ভাড়া বাসায় ঢুকে মিলি আক্তারকে মুখে টেপ লাগিয়ে দেয়। মাকে মারধর করে তার মেয়েকে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা অপহরণকারীদের ধাওয়া করে ওই মা ও মেয়েকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পালিয়ে যাওয়ার সময় জহিরুল ও তার এক সহযোগীকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।