ময়মনসিংহ : প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে হত্যার দায়ে স্বামীর ফখরুল ইসলামকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন ময়মনসিংহ দায়রা জজ আদালত।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আমির উদ্দিন এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালি থানার ফকিরাকান্দা বয়ড়া পশ্চিমপাড়া নিবাসী আবুল হোসেনর ছেলে ফখরুল ইসলাম (৪৫) প্রথম স্ত্রী শিরিনাজ বেগমের বিনা অনুমতি কার্নিজ ওরফে তানিয়াকে বিয়ে করেন। এ নিয়ে দাম্পত্য কলহ দেখা দিয়ে দ্বিতীয় স্ত্রী কার্নিজ ওরফে তানিয়াকে হত্যা করে। এ মামলায় ফখরুলকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। ১১ বছর সাজা ভোগের পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে ২০১২ সালের ২৬ মার্চ বিকেল সাড়ে ৩টায় ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে।
১৪ জন সাক্ষীসহ উভয় পক্ষের কৌঁসুলির বক্তব্য বিচার-বিশ্লেষণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বুধবার দুপুরে ময়মনসিংহ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আমির উদ্দিন এ রায় প্রদান করেন।
মামলায় বাদীপক্ষে ছিলেন এপিপি সোহরাফ উদ্দিন খান ও আসামি পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আছিয়া আক্তার।