
মাহবুব রহমান, গফরগাঁও, (ময়মনসিংহ)-শুক্রবার দুপুরে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদকে গফরগাঁও মধ্যে বাজার তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের বড়ুইতলা বাজারে আওয়ামীলীগ দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবৃদ্ধ হন নাজিম উদ্দিন (৬৫) নামের একজন। আহত হয় অন্তত ২০/২৫জন। গুলিবিদ্ধ নাজিম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেই সংঘর্ষের ঘটনায় চরআলগী ইউপির চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদকে গ্রেফতার করে গফরগাঁও সার্কেলের সিনিয়র অতিরিক্ত এসপি রায়হানুল ইসলামের নেতৃত্বে ওসি একে এম মাহবুব আলমসহ গফরগাঁও থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায় শুক্রবার বেলা পোনে ১১টার সময় ময়মনসিংহে জেলা আওয়ামীলীগ আয়োজিত কালো পতাকা মিছিলে যোগ দিতে আসার সময় দৃবৃত্তরা নাজিম উদ্দিনসহ শতাধিক আ’লীগ নেতা কর্মীদের উপর হামলা চালায়।এসময় চরআলগী ইউপি চেয়ারম্যান মাছুদুজ্জামানের গুলিতে গুলিবৃদ্ধ হন নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হন।গফরগাঁও থানার ওসি একে এম মাহবুবুল আলম জানান সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। এ ছাড়াও ঘটনাস্থলে থানা ও ময়মনসিংহ থেকে আনা রিজার্ভ পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম স্যার ঘটনাস্থল পরিদর্শন করতে আসছেন। এখন পরিস্থিতি সম্পন্ন শান্ত রয়েছে জানান তিনি।