নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকার মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার কাছে ইসতিয়াক আহম্মদ তন্ময় নামে এক স্কুলছাত্রকে খুন করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে তাকে খুন করা হয়।
তন্ময় শহরের সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং শহরের নওমহল গরুরখোয়ার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে রাত ৮টার দিকে বন্ধুরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তন্ময়কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বন্ধুদের মধ্যে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


