যত বাধাই আসুক উচ্ছেদ অভিযান চলবে

সচিবালয় প্রতিবেদক : ঢাকার চার নদী অবৈধ দখল ও দূষণমুক্ত করতে সব বাধা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

তিনি বলেছেন, ‘সরকারের চেয়ে শক্তিশালী কেউ নাই। যত বাধাই আসুক উচ্ছেদ অভিযান চলবে। ঢাকার চার নদী যেকোনো মূল্যে অবৈধ দখল ও দূষণমুক্ত করা হবে।’

রোববার দুপুরে সচিবালয়ে নদীদখল ও দূষণমুক্ত করা সংক্রান্ত নৌমন্ত্রণালয়ের টাস্কফোর্সের ৩৩তম সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘ঢাকার চার নদীর দুই পাড়ে অবৈধ ১৩টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনা বিনা নোটিশে উচ্ছেদ করা হবে।’

উচ্ছেদে দখলমুক্ত নদী যেন কেউ আবার দখল করতে না পারে এজন্য একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘নদীর সীমানা পিলার নির্ধারণ করা হয়েছে। যেখানে হয়নি সেখানে জরিপ করা হবে। নদীর নকশা জেলা প্রশাসকদের কাছে পাঠানো হবে।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা।