যথাযোগ্য মর্যাদায় বিরামপুরে মহান মে দিবস পালিত

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ “দুনিয়ার মজদুর এক হও” -স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মে দিবস।
এ উপলক্ষে আজ সোমবার (১লা মে) পৌর শহরের ঢাকা মোড় চত্বর হতে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল র‌্যালী নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে ফিরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুর জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী মন্ডল, বিরামপুর উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মনিরুজ্জামান আল-মাসউদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোকলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাড়– গোপাল কুন্ডু, সাধারন সম্পাদক খাইরুল আলম রাজু, সাংসদের ব্যাক্তিগত বিশেষ সহকারী আজিজুল ইসলাম, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর স্ট্যান্ড কমিটির সভাপতি এমদাদুল হক প্রমূখ। এতে মটর পরিবহন, দোকান কর্মচারী, রিক্সা-ভ্যান, নির্মান শ্রমিকসহ বিরামপুরের সকল শ্রমিক ইউনিয়নের শ্রমিকগণ অংশগ্রহণ করেন।