যদি বিপদ থেকে বাঁচতে চান তাহলে এই কাজগুলো কখনো আপনার বিছানায় করবেন না

অনলাইন ডেস্কঃ যদি বিপদ থেকে বাঁচতে চান তাহলে এই কাজগুলো কখনো আপনার বিছনায় করবেন না । এই বিষয় গুলো মেনে চললে আপনার রাহুর দশা কেটে যাবে ।

১) অনেকেই আছেন, যাঁরা রাতের বিছানা সকালে উঠে বদলান না। বিছানা অপরিচ্ছন্ন অবস্থাতেই রেখে দেন। সনাতন ধর্ম অনুযায়ী, এই অভ্যাস থাকলে রাহুর দৃষ্টি লাগতে পারে আপনার জীবনে। যার ফলে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। অর্থ ভাগ্যেও প্রভাব পড়তে পারে।

২) বেড টি বা সকালে ঘুম থেকে উঠে বিছানাতেই অনেকে খাবার খান। আয়ুর্বেদ অনুযায়ী, এই অভ্যাস মোটেও ভাল না। এর ফলে স্বাস্থ্যের অবনতি হয়। তাই এই অভ্যাস ছাড়ার পরামর্শ দেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা।

৩) সকালে উঠেই আয়না দেখলেও রাহুর প্রভাব পড়তে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, রাতে ঘুমনোর সময়ে আমাদের শরীরে অনেক নেতিবাচক শক্তি বাসা বাঁধে। তাই ঘুম থেকে উঠে আয়না দেখলে সেই অশুভ শক্তিগুলি প্রতিফলিত হয়। এই কারণেই খাটের সামনে আয়না না রাখার পরামর্শ দেন বাস্তু বিশেষজ্ঞরা।

সনাতন ধর্মে তাই বলা রয়েছে, ঘুম থেকে উঠে বিছানা বদলে ফেলে স্নান করেই বাকি কাজগুলি করা উচিত।

সূত্রঃ এবেলা