যমুনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন মিনারা

ফরিদপুরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নানা নামের ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে পড়েছে একাধিক দালাল চক্র। এদের মধ্যে নাসিমা নামে এক নারীকে একটি চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করছেন স্থানীয়রা।

সরকারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ুজনিত সমস্যায় ভর্তি ছিলেন মিনারা বেগম (৩৫)। পরিবারের অভিযোগ, এ সময় দালাল নাসিমার প্রলোভনে পড়ে তিনি যমুনা ডায়াগনস্টিক হাসপাতালে যান, যেখানে অল্প টাকায় উন্নত চিকিৎসার আশ্বাস দেওয়া হয়।

মিনারার স্বামী আশরাফ আলী জানান, “আমার স্ত্রী মেডিকেলে ভর্তি ছিলেন। তখন নাসিমা এসে বলে—কম খরচে ভালো চিকিৎসা হবে, ডাক্তার শ্যামল স্যার নিজে অপারেশন করবেন।”

এরপর ৭ মে মিনারার জরায়ুর অপারেশন করানো হয় যমুনা ডায়াগনস্টিক হাসপাতালে। দালাল চক্রের মূল সদস্য নাসিমা সাংবাদিকদের কাছে স্বীকার করেন, “আমি ডাক্তার শ্যামল স্যারের সহকারী। রোগীর জরায়ুর অপারেশন ১৫ হাজার টাকায় করানো হয়েছে।”

অপারেশনের ২০–২৫ দিন পর একই হাসপাতালে মিনারার পিত্তথলি অপারেশন করা হয়। কিন্তু দ্বিতীয় অপারেশনের পরই তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। অভিযোগ উঠেছে, পিত্তথলি অপারেশনের সময় চিকিৎসক মিনারার পেটের ভেতরের একটি নাড়ি ছিদ্র করে ফেলেন। এরপর থেকেই তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

যমুনা ডায়াগনস্টিক হাসপাতালে গিয়ে সাংবাদিকরা নাসিমার সঙ্গে কথা বলতে চাইলে তিনি নানা অসংলগ্ন বক্তব্য দিতে থাকেন। নিজেকে ‘সবজান্তা সমসের’ মতো উপস্থাপন করে বলেন, “ডাক্তার শ্যামল স্যার যেসব ডায়াগনস্টিকে অপারেশন করেন, আমি প্রতিটি ওটিতে থাকি। প্রতিটি ওটি থেকে ৩০০ টাকা পাই।”

তিনি আরও দাবি করেন, তিনি প্যারা মেডিকেল এবং বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির অধীনে কাজ করেন। এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হয়ে তিনি এসআইকে ফোন করে সাংবাদিকদের মানহানির মামলার হুমকি দেন।

এদিকে যমুনা হাসপাতাল মালিকপক্ষের সদস্য হাবিব মাস্টার স্বীকার করেন যে রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন এবং দালালের মাধ্যমে তাদের কেন্দ্রে আসেন। তিনি বলেন,
“ডাক্তার দেখেছেন, জরায়ুর সমস্যা ছিল। মেডিকেলে সময় লাগত, তাই আমাদের এখানে অপারেশন করা হয়েছে। রোগী মোটামুটি সুস্থ হয়ে বাড়ি গেছেন।”
খাদ্যনালী ছিদ্রের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বিরক্ত হয়ে বলেন,
“আমরা তো ডাক্তার না। আমি অন্য জগতের মানুষ—আমি পলিটিক্স করি।”
জানা যায়, তিনি সালথা উপজেলার ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন, বর্তমানে সাময়িক বরখাস্ত আছেন।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের নাসিমাসহ অসংখ্য দালাল চক্রের কারণেই ফরিদপুর জেলাজুড়ে রোগীদের হয়রানি ও প্রতারণা বাড়ছে। স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।