যশকে নিষিদ্ধ ঘোষনার দাবি অনুরাগীদের

নানা রকম গুজব, ভিন্নমত পোষণ, বিভিন্ন আলোচনার সমাপ্তি ঘটল নুসরাতের ছেলে ঈশানের নথিভূক্ত ফরমে বাবার নামের পাশে যশের নাম আসায়। এখন সবাই নিশ্চিত ঈশানের পিতা অভিনেতা যশ দাশগুপ্ত। আর এই পরিপ্রেক্ষিতেই ক্ষেপেছেন তাঁর অনুরাগীরা। আর তাই অভিনেতাকে নিষিদ্ধ করার আবেদনও জানায় তাঁর অনুরাগীরা।

তাছাড়া সদ্যোজাত ঈশানের বাবা যে যশ এ কথাও অনেকেই অনুমান করতেন। তবে বুধবার (১৫ সেপ্টেম্বর) পৌরসভার অনলাইনে ফরমে ছেলের নাম নথিভুক্ত করতে গিয়ে নুসরাত তার ছেলের নাম লিখেছেন ঈশান দাশগুপ্ত। আর বাবার নাম দেবাশিষ দাশগুপ্ত ওরফে অভিনেতা যশ দাশগুপ্ত।

এ ঘটনার মাঝে প্রথমবা্রের মত ক্যামেরার সামনে সাবেক স্ত্রী শ্বেতা ও নিজের সন্তানকে নিয়ে মুখ খুলেছেন যশ। ঈশান এই ক’দিনে কতটা বড় হলো? এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘খুব ছোট ও, সবে ১৫ দিন বয়স। এত তাড়াতাড়ি কিছু পরিবর্তন আসে না, বিশ্বাস করুন। আমার ছেলে আছে, যার ইতোমধ্যেই ৯ বছর বয়স হয়ে গেছে, এত তাড়াতাড়ি কিছু পরিবর্তন আসে না। এটা সংবাদমাধ্যমের বাড়াবাড়ি’।

এ ছাড়া জানা যায়, যশের এমন অনেক অনুরাগী আছেন যারা তার পাশে মধুমিতা ছাড়া আর কাউকে মেনে নিতে পারেন না। এই অভিনেতাকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হওয়ার পর থেকেই নানা পোস্টে সে কথা জানিয়েছেন তারা। এমনকি যশকে নিষিদ্ধ ঘোষণা করার আবেদন এবং তীব্র অভিমানে অনুরাগীরা যশের একটি ছবিতে ‘ব্যানড’ বা ‘নিষিদ্ধ’ শব্দটি লিখে পোস্টও করেন ইনস্টাগ্রামে।

ছবির তলায় হ্যাশট্যাগ ব্যবহার করে বড় অক্ষরে লেখা, ‘আমরা যশ দাশগুপ্তকে চাই না’। পাশাপাশি, অন্য অনুরাগীদেরও যশকে সমর্থন না করার আবেদন জানানো হয়েছে সেই পোস্টে।