যশোর : যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও পাশাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের খুনিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা শহরে হরতাল পালন করেছে ছাত্রলীগ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে হরতালের সর্মথনে উপজেলা ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
হরতালের কারণে শহরের অনেক দোকান বন্ধ রয়েছে। এ ছাড়া উপজেলার শহরের সকল রোডে যান চলাচল বন্ধ রয়েছে।
ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুজ্জামান রাজু জানান, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাশেমের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। হত্যার রহস্য উন্মোচন করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি দিয়ে চৌগাছা অচল করে দেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর রাতে যশোর শহরের ষষ্টিতলা এলাকায় লাশটি ফেলে রেখে যায়। এ ঘটনার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ দুপুর বেলা ১২টা থেকে বিকেল পর্যন্ত হরতাল আহ্বান করে।