নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের ঝিকরগাছা থেকে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার গদখালী কালীবাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাথা ও গলায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
আলমগীর ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। আলমগীর পেশায় গাড়িচালক ছিলেন।
ঝিকরগাছা থানার এসআই মাসুম কাজী বলেন, সকালে কালীবাড়ির পাশে বালুর ওপরে এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ করিম বলেন, প্রতিপক্ষের হাতে আলমগীর খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া এখনই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর সকালে গদখালী বাজারে দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য আওয়ামী লীগ কর্মী রাহাজ্জান সরদার (৩৮) খুন হন।
স্থানীয়রা বলছেন, রাহাজ্জান সরদার হত্যা মিশনে ছিলেন আলমগীর হোসেন। তিনি সেদিন মোটরসাইকেল চালাচ্ছিলেন।