যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় একটি দেশি তৈরি পাইপগান ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার ৯ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৯ থানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০২ জনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে কোতোয়ালি থানা পুলিশ ৩১, চৌগাছায় ১০, শার্শায় আট, ঝিকরগাছায় ৯, বেনাপোলে ১৪, কেশবপুরে পাঁচ, মণিরামপুরে ১৫, অভয়নগরে আট ও বাঘারপাড়া থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।