যশোরের ভবদহ অঞ্চলে আবারো জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর : জলাবদ্ধতা নিরসনের জন্য তৈরি বিল খুকশিয়ার জোয়ারাধার (টিআরএম) বন্ধ করে দেওয়া হয়েছে। পাঁচ বছরও বিল কপালিয়ায় প্রস্তাবিত জোয়ারাধার চালু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ অবস্থায় জোয়ারের সঙ্গে আসা পলি জমে এই অঞ্চলের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম শ্রী-হরি ও টেকা নদী ভরাট হয়ে যাচ্ছে।

যশোরের ভবদহ অঞ্চলে আবারো জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শিগগিরই জোয়ারাধার চালু না করলে আসন্ন বর্ষা মৌসুমের আগেই পলি জমে শ্রী-হরি ও টেকা নদীর তলদেশ উঁচু হয়ে পড়বে। তখন বৃষ্টির পানি জমে অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেবে।

অতীতে কৃষকেরা বছরের একটি নির্দিষ্ট সময়ে বাঁধ দিয়ে লোনাপানি ঠেকিয়ে আবাদ করতেন। আবাদ শেষে বাঁধ কেটে জোয়ারে পলি তুলে বিল উঁচু করে নিতেন। এর নাম অষ্টমাসী বাঁধ। মাঘী পূর্ণিমায় বাঁধ দিয়ে আষাঢ়ী পূর্ণিমায় তা খুলে দেওয়া হতো। এভাবে একসঙ্গে চলত চাষাবাদ ও ভূমি গঠনের কাজ।

মণিরামপুরের কপালিয়া গ্রামের কৃষক ভক্ত মণ্ডল বলেন, ‘মাত্র দেড় মাসে গাঙ (নদী) আড়াই থেকে তিন ফুট ভরে গেছে। এ অবস্থা চলতে থাকলে কোনোভাবেই গাঙ আর বাঁচবে না।’

পাউবো জানায়, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূর করতে জোয়ারের সঙ্গে আসা পলি পর্যায়ক্রমে এলাকার একটি করে বিলে ফেলে বিল উঁচু করার পাশাপাশি নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ২০০৬ সালে ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প’ গ্রহণ করা হয়। সিদ্ধান্ত হয়, প্রতি বিলে তিন বছর ধরে জোয়ারাধার চলবে। ওই বছরই সেনাবাহিনীর তত্ত্বাবধানে হরি, শ্রী ও টেকা নদী পুনঃখনন এবং আমডাঙ্গা খাল সংস্কার করা হয়। ওই বছরের এপ্রিল মাসে সেনা সদস্যদের সহযোগিতায় বিল খুকশিয়ার ৮৪৬ হেক্টর জমিতে জোয়ারাধার চালু করে পাউবো। জোয়ারাধার চলাকালে ওই বিলে কোনো ফসল হবে না। এ কারণে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় পাউবো। এ জন্য তিন কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয় পাউবো।

কপালিয়া গ্রামের কৃষক আব্দুর রহিম, জগবন্ধু, তোরাব আলীসহ আরো কয়েক জন জানান, বিলে প্রায় পাঁচ হাজার কৃষকের জমি রয়েছে। কিন্তু তালিকাভুক্ত করা হয় মাত্র এক হাজার ৮২ জনকে। তাদের মধ্যে মাত্র ৫১১ জন কৃষক এক কোটি ৬৭ লাখ ৭৮ হাজার ৮৭৪ টাকা ক্ষতিপূরণ পান।