যশোরের শার্শায় পাচারকালে ৯টি জেব্রা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের শার্শা সাতমাইল পশু খাটাল থেকে ৯টি জেব্রা উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসব জেব্রা ভারতে পাচার হচ্ছিল।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নুর হোসেন তুতুর খাটাল থেকে জেব্রাগুলো উদ্ধার করা হয়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস আই মুরাদ হোসেন বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি, একটি চোরাকারবারী চক্র ১০টি জেব্রা ভারতে পাচারের জন্য সাতমাইল পশু হাটের পাশে তুতুর খাটালে বেঁধে রেখেছে ও এর মধ্যে একটি জেব্রা মারা গেছে। আমরা ডিবি পুলিশের টহলদল নিয়ে অভিযান চালিয়ে ৯টি জেব্রা উদ্ধার করি। তবে এসময় কেউ জেব্রাগুলোর মালিকানা দাবি করেনি।’

তিনি আরো বলেন, ‘খাটালের পাশে কাঠের ২টি কার্টন পড়ে আছে। ধারণা করছি, জেব্রাগুলো ওই কার্টনে ভরে আনা হয়েছিল। উদ্ধারকৃত জেব্রাগুলোর মূল্য প্রায় এক কোটি টাকা। জেব্রাগুলো যশোর ডিবি অফিসে নেওয়ার পর বন বিভাগ অথবা চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।’