যশোরে অজ্ঞাত এক চীনা নাগরিককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে অজ্ঞাত এক চীনা নাগরিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। অর্থনৈতিক লেনদেনের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।