যশোরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক

আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর : বুধবার রাতে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ১৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এদের মধ্যে সাতজনকে বেনাপোল পোর্ট থানা ও ১৩ জনকে শার্শা থানার পুলিশ আটক করে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। যশোরের শার্শা ও বেনাপোলে পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে বেনাপোল পৌর জামায়াতের সেক্রেটারি আলহাজ ওসমান গনি, জামায়াত নেতা বেনাপোল পৌর কমিশনার আমিরুল ইসলাম, শার্শা থানা ছাত্রদলের সিনিয়ার সহ-সভাপতি আল মামুন বাবলু, প্রচার সম্পাদক রায়হানুজ্জামান দিপুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, নাশকতার আশঙ্কায় বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. মশিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।