
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের সদর উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ।
সদর উপজেলার সিরাজসিংহা গ্রাম থেকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন- সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের ইউনুস আলীর ছেলে সোহান (২২) ও সোহাগ (২৪)।
যশোর কোতোয়ালি থানার এসআই মোকলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ একটি ওয়ান শুটারগান, একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। আটক করা হয়েছে সোহান ও সোহাগকে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।