যশোরে এক গৃহবধূকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের অভয়নগরে নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

নাজমা উপজেলার শুভয়াড়া গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী। হত্যার পর স্বামীর বাড়ির লোকজন পালিয়ে গেছে।

অভয়নগর থানার এসআই মোক্তার হোসেন জানান, শনিবার বিকেলে নাজমা বেগমের সতীনের ছেলে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। রাতে পরিবারের লোকজন তাকে বাড়িতে এনে রেখে পালিয়ে যায়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, শনিবার রাতে ওই গৃহবধূর লাশ বাড়িতে রেখে পালিয়ে গেছে স্বামী বাড়ির লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে।

রোববার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।