নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে আব্দুস সাত্তার (৫৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার ভোরে সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাত্তার ওই গ্রামের সৈয়দ আলী দফাদারের ছেলে।
প্রতিবেশীরা জানান, আব্দুস সাত্তার ইটভাটায় কাজ করতেন। বৃহস্পতিবার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্ত্রী ও দুই ছেলে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আজমল হুদা জানান, হত্যার কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


