
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের মণিরামপুরে পরিমল পাল (৪৫) নামে এক ব্যবসায়ীকে খুন করে ব্যাগভর্তি টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে মণিরামপুর শহরের দোলখোলা মোড়ে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মণিরামপুর থানার ওসি ও ব্যবসায়ী নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ব্যাগে ঠিক কত টাকা ছিল তা জানা যায়নি।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে শহরের কুলটিয়া মোড়ের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজেদের মাইক্রোবাসে চড়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাসায় ফিরছিলেন মেসার্স পাল ব্রাদার্সের স্বত্বাধিকারী তিন ভাই রতন পাল, কার্তিক পাল ও পরিমল পাল। মাইক্রোবাসটি দোলখোলা মোড়ে নিজেদের বাসার সামনে পৌঁছালে গাড়ি থেকে নামেন তিন ভাই। এ সময় বিপরীত দিক থেকে দুই যুবক দৌড়ে এসে পরিমলের হাতে থাকা টাকার ব্যাগটি নিয়ে টানাটানি শুরু করেন।
ঘটনাটি দেখতে পেয়ে সেখানে দায়িত্বরত নৈশপ্রহরী আবুল হোসেন এগিয়ে আসলে এক যুবক ধারালো অস্ত্র দিকে তাকে কোপ দেন। নৈশপ্রহরী নিজেকে বাঁচাতে সরে পড়লে কোপটি লাগে পরিমলের বুকে। দুর্বৃত্তরা পরিমলের পিঠে আরেক কোপ দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দ ও ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিমলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।