নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের বেনাপোলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে সেলিম হোসেন (৪০) নামে এক মাদকসম্রাট নিহত হয়েছেন।
নিহত সেলিম হোসেন বেনাপোলের ভবেরবেড় গ্রামের আবু তাহেরের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান জানান, সোমবার রাতে বেনাপোলের সিক্রি বটতলায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপ টাকা ভাগাভাগি নিয়ে বিরোধে জডিয়ে পড়ে। একপর্যায়ে গোলাগুলিতে মাদকস্রমাট সেলিম নিহত হয়। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।