যশোরে এক রাউন্ড গুলিসহ এক যুবককে আটক

যশোরঃ যশোরের শার্শা থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ রনি হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ-শ্যামলাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ-শ্যামলাগাছি এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, অস্ত্র আইনে মামলা দিয়ে আটক রনিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

রনি হোসেন উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের রিজাউলের ছেলে।