
নিজস্ব প্রতিবেদক, যশোর : জেলার চৌগাছার পল্লবী ক্লিনিকের ওয়াশরুম থেকে ছমির উদ্দিন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। ছমির উদ্দিন উপজেলার কিসমত খানপুর গ্রামের মৃত জোনাব আলী মন্ডলের ছেলে।
ক্লিনিকের পরিচালক মিজানুর জানান, ওয়াশরুমের দরজা অনেকক্ষণ বন্ধ থাকায় রোগীরা এসে আমাকে জানায়। আমি গিয়ে দেখি, দরজা ভেজানো (বন্ধ) রয়েছে। দরজা খুলে দেখি ওই ব্যক্তি ওয়াশরুমের দেয়ালে ঠেস দিয়ে পড়ে রয়েছে। থানায় সংবাদ দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক জানান ছমির উদ্দিন আগেই মারা গেছেন।
চৌগাছা থানার উপ-পরিদর্শক আহসান হাবিব বলেন, ছমির উদ্দিনের কাছ থেকে কিছু ওষুধ ও চৌগাছা হাসপাতালের আউটডোরে রোগী দেখানোর টিকিট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হাসপাতালের টিকিট কেটে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের ক্লিনিকে গিয়েছিলেন তিনি।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আওরঙ্গজেব বলেন, পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কিভাবে তিনি মারা গেছেন।
ছমির উদ্দিনের বোন ছবেদা বেগম ও ভাগ্নে মঞ্জুর হোসেন জানান, ছমির উদ্দিন দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও জন্ডিসে ভুগছিলেন। আজ চিকিৎসার জন্য চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন।