যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ছুরিকাঘাতে আবু সাইদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।

সাইদ সদর উপজেলার খাজুরা বাজার এলাকার আবুল খায়েরের ছেলে এবং একই এলাকার মিজানের বাড়ির ভাড়াটিয়া।

আবু সাইদের বাবা আবুল খায়ের অভিযোগ করেন, মঙ্গলবার রাতে বাড়িওয়ালা মিজানসহ ৬-৭ জন যুবক বাড়িতে ঢুকে তাকে ও তার ছেলের স্ত্রী শিরিনাকে পেটাতে থাকে। এ সময় তার ছেলে সাইদ এগিয়ে এলে বাড়িওয়ালা মিজান তাকে ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মিজানসহ অন্যরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাইদকে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘ছুরিকাঘাতে সাইদের মৃত্যু হয়েছে।’