
যশোর প্রতিনিধি : যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের কাছে মজুমদার করাতকলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরনে নীল চেক শাড়ি, লাল পেটিকোট ও ব্লাউজ রয়েছে। রেলপুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জিআরপি যশোর ক্যাম্পের এএসআই জাকির হোসেন জানান, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। যশোর থেকে ছেড়ে আসা গোয়ালন্দ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন।