নিজস্ব প্রতিবেদক, যশোর : পিকনিকের বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের নীতিশ মল্লিকের ছেলে প্লাবন মল্লিক (২৮) এবং তার বন্ধু একই উপজেলার হাজরাইল গ্রামের ধীরাজ মণ্ডলের ছেলে দেবপ্রসাদ মণ্ডল (২৮)।
যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিহত প্লাবনের পিসি সোনালি মল্লিক তাদের শনাক্ত করেন।
হাসপাতালে উপস্থিত যশোর কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ জানান, নিহত দুই যুবক শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মোটরসাইকেলযোগে মণিরামপুর থেকে যশোর শহরের দিকে আসছিলেন।কানাইতলা এলাকায় পৌঁছুলে বিপরীতমুখী পিকনিকের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বেলা ১টার দিকে যশোর-নড়াইল সড়কে ঝিনাইদহের একটি স্কুলের পিকনিক বাস উল্টে ৩০ জন আহত হন।